স্টাফ রিপোর্টার
আগামীকাল জেল হত্যা দিবস| জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চার নেতাকে কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়| জাতির ইতিহাসে কলংকজনক অধ্যায় হিসেবে রচিত হয়েছে এই জেলহত্যা দিবস|
এই উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুই দুইবার নির্বাচিত মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি এক বার্তায় বলেন , জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা তিন নভেম্বর| এদিন বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়| জাতির শ্রেষ্ঠ সন্তানদের শাহাদাত বার্ষিকীতে তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ভালোবাসা | মহান আল্লাহতালা তাদেরকে জান্নাতের উত্তম স্থান দান করুক -এমনই কামনা|