বুধবার, ৩১ মে ২০২৩, ১০:২৭ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ডোবা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রশাসন / ৯৬ বার পঠিত
সময়: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ৭:১১ অপরাহ্ণ

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে ফেরদৌসী বেগম (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা একটার দিকে পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ী শেখপাড়া মসজিদসংলগ্ন ফসলের খেতের পাশে একটি শুকনা ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ফেরদৌসী বেগম (৪৫) নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ী শেখপাড়া গ্রামের চৌকিদার আবদুস সবুরের দ্বিতীয় স্ত্রী। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ বলেন, ফেরদৌসী বেগমের প্রথম স্বামী আবদুল্লাহ বছর তিনেক আগে মারা যান। এরপর তিনি আবদুস সবুরকে বিয়ে করেন। বিয়ের পর থেকে বর্তমান স্বামী আবদুস সবুরের প্রথম স্ত্রীর সন্তানদের সঙ্গে ফেরদৌসী বেগমের বিরোধ চলে আসছিল।

ওসি বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা তাঁকে শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে দিয়ে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

দলিল লেখক এ.বি,এম. আজিজুল হক

ফেসবুকে আমরা

আজকের সেহরি ও ইফতারের সময়সূচী

.

সুরক্ষা অনলাই পোটার্ল

ইতিহাসের এই দিনে

Apps Download

Theme Customized By IT DOMAIN HOST