বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৫৬ পূর্বাহ্ন

আড়াই কোটি টাকার সিসি ক্যামেরা বাদ, নতুন করে বসছে আরও ২শ’

প্রশাসন / ১৩১ বার পঠিত
সময়: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ৯:৪২ অপরাহ্ণ

বরিশাল নগরবাসীর নিরাপত্তার স্বার্থে আড়াই কোটি টাকায় স্থাপিত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা এখন বাদ হয়ে গেল। দীর্ঘদিন ধরে ক্যামেরাগুলো অচলভাবে পড়ে থাকার কারণে নগরীর ৩০টি ওয়ার্ডের জনগুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত ২৬১টি ক্যামেরা বিকল হয়ে পড়েছে।

এ ক্যামেরাগুলো স্থাপন করেছিল বরিশাল সিটি কর্পোরেশন। আর এ বিকল থাকার কারণে অপরাধী চক্রকে ধরতে বিপাকে পড়ছে পুলিশ প্রশাসন। অবশেষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ নিজ উদ্যোগে আবার স্থাপন করলো ২শ’ ক্যামেরা। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ রোধ বা অপরাধীদের লাগাম টেনে ধরতে এ উদ্যোগ গ্রহণ করেছে।

জানা গেছে, নগরবাসীর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ২০১৫-১৬ অর্থবছরে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা ঘিরে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেয় বরিশাল সিটি করপোরেশন। যার অংশ হিসেবে নগরী ৩০টি ওয়ার্ডে ২ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ২৬১টি সিসি ক্যামেরা বসানো হয়েছিল।

২০১৭ সালের ১৩ এপ্রিল তৎকালীন মেয়র আহসান হাবিব কামাল আনুষ্ঠানিকভাবে এসব ক্যামেরা উদ্বোধন করেন। এমনকি ওই সময় এসব ক্যামেরা তদারকির জন্য ৮টি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের কাজ করেছিল বিসিসি। কিন্তু উদ্বোধনের পর দুই মাসের মাথায় এসব ক্যামেরার প্রায় ৮০ ভাগ সংযোগ তার (অপটিক্যাল ফাইবার কেবল) চুরি হয়ে যায়। আবার বেশ কিছু ক্যামেরায় কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে এসব ক্যামেরাগুলো সম্পূর্ণরুপে অচল হয়ে পড়ে।

এ বিষয়ে বরিশাল জনসার্থ রক্ষা কমিটির সদস্য সচিব মানুওয়ারুল ইসলাম অলি বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনাটাই ভুল ছিল। এটা পুলিশ প্রশাসনের কাজ। যেটা এখন পুলিশ বিভাগ শুরু করেছে। মূলত কোনো একটি উদ্দেশ্যে কে বা কারা এই সিটি ক্যামেরা স্থাপন করেছে, এটা খতিয়ে দেখা হোক। অর্থ অপচয় করার জন্যই হয়তো এ ক্যামেরা স্থাপন করা হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক আহমেদ বলেন, অপটিক্যাল ফাইবার কেবল চুরি হওয়ার পর থেকে ক্যামেরাগুলো অচল রয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ আমাদের কাছ থেকে তথ্য নিয়ে এখন তারা সিসি ক্যামেরা বসাচ্ছে।

তিনি এক প্রশ্নের জবাবে জানান, অচল ক্যামেরাগুলো সচলের এখনো কোনো পরিকল্পনা নেই।

এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এলাকার চারটি থানার আওতাধীন গুরুত্বপূর্ণ সড়কে ২শ’ সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এসব এলাকার অপরাধ দমন, অপরাধ সহায়কসহ নগরীজুড়ে অপরাধীদের চিহ্নিত করার পাশাপাশি মিছিল-মিটিং সভা সমাবেশের মাধ্যমে অরাজগতা সৃষ্টিকারীদের শনাক্ত করার লক্ষ্যে এ ক্যামেরা স্থাপন করা হচ্ছে। বিশেষ করে নগরীর প্রাণকেন্দ্র সদর রোড, গির্জা মহল্লা, চকবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এ সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হচ্ছে।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, আধুনিক বিশ্বে আজকাল অনেক ঘটনাই এই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ ক্যামেরাগুলো স্থাপন করার কাজ সম্পূর্ণ করা হলে নগরীর ভিতর আপরাধ, দমন আপরাধ নিয়ন্ত্রণ করার সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে ক্যামেরার মনিটরিংয়ের মাধ্যমে বিভিন্ন চিহ্নিত অপরাধীদের শনাক্ত করা ও যে কোনো অপরাধকারীদের চিহ্নিত করতে সিসি ক্যামেরা আইনশৃঙ্খলা বাহিনীর কাজে সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে প্রায় সময় দেখা যায় নগরীতে মিছিল-মিটিং ও সভা সমাবেশের নামে বিশৃঙ্খলাকারী অরাজকতা সৃষ্টি করে। ওই সব ব্যক্তিদের চিহ্নিত করতে সুবিধা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

দলিল লেখক এ.বি,এম. আজিজুল হক

ফেসবুকে আমরা

আজকের সেহরি ও ইফতারের সময়সূচী

.

সুরক্ষা অনলাই পোটার্ল

ইতিহাসের এই দিনে

Apps Download

Theme Customized By IT DOMAIN HOST