বিশেষ প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান আমাদের মাঝে চলে এসেছে|মুসলিম জাতির জন্য বরকতময়়় মাস পবিত্র রমজান |
এই পবিত্র মাহে রমজান উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার প্রাণ প্রিয় এলাকাবাসীকে জানাচ্ছি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা | পবিত্র রমজানে সবার জীবন ভরে উঠুক সুখ শান্তি ও সমৃদ্ধিতে | রমজানের রোজা গুলো যেন সুস্থভাবে সবাই করতে পারে এমনই কামনা|
এছাড়া যারা প্রবাসে রয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আমার একরাশ শুভেচ্ছা |