নতুন বছর আমাদের মাঝে ইতিমধ্যে চলে এসেছে | নতুন বছরকে কেন্দ্র করে চলছে নানা মেরুকরণ |
নতুন বছর উপলক্ষে দারুস সালাম এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও স্বর্ণা টিভি কর্ণধার শাকিল আহমেদ শুভেচ্ছা বার্তায় বলেন , নতুন বছরে সবার প্রতি রইল নতুন ভালোবাসা| সবাই এই নতুন বছরে সুখ শান্তি ও সমৃদ্ধিতে থাকুন | সবার জন্য নতুন বছরটি হোক আনন্দের | স্বর্ণা টিভির সকল সাবস্ক্রাইবার বৃন্দ ও দর্শকদের জানাই আমার লাল গোলাপের শুভেচ্ছা | আগামী নতুন বছরে স্বর্ণা টিভিতে আরো ভালো কিছু আসবে | আপনারা এই টিভির সাথে থাকুন, আপনাদের হযোগিতা আমার কাম্য |