বিশেষ প্রতিনিধি
কেরানীগঞ্জ-এর শাক্তা ইউনিয়ন 5 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সাবেক শ্রেষ্ঠ মেম্বার মনির হোসেন| আজ প্রতীক বরাদ্দ এর পর তিনি তার পছন্দের প্রতীক ফুটবল পেয়েছেন |
তাৎক্ষণিক এক বার্তায় মনির হোসেন মেম্বার বলেন, আমি জনগণের সেবক আর জনগণের সেবা দিয়ে আমার জীবন কাটিয়ে দিতে চাই | আজকে তাদের ভালবাসায় ও জনগণের পরামর্শক্রমে তারুণ্যের প্রতীক যুবাদের প্রতীক ফুটবল মার্কা নিয়ে আসলাম | সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি এবং এই ফুটবল মার্কায় ভোট প্রার্থনা করছি| ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় এই আমার প্রিয় ওয়ার্ডকে একটি মডেল হিসেবে গড়ে তুলবো|