নিজস্ব প্রতিনিধিঃ মিরপুরের সাহসী সাংবাদিক ক্রাইম নিউজ-২৪. এর সিনিয়র সাংবাদিক ও দৈনিক গনতদন্তের স্টাফ রিপোর্টার ও এন্টি ক্রাইম এন্ড হিউমেন রাইটর্স এর ঢাকা উত্তরের সভাপতি আমিনুল হক আমিনের উপর গত ৬ ই ডিসেম্বর/২২ তারিখ রাত ৯.০০ ঘটিকায় অতর্কিত ভাবে তার ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হামলায় দারুস সালাম থানায় মামলা না নিয়ে একটি সাধারন ডাইরী নিলেও চিকিৎসাপত্র সহ বিঞ্জ আাদালতে মামলাটি গ্রহণ করে তা পিবিআইতে প্রতিবেদনে আদেশ দেন।৷ মামলা নং -৪০৭/২০২২, ধারাঃ ১৪৭/৪৪০/৩২৫/৩৮০/৩০৭/১০৯ দঃবিঃ।
ইতিমধ্যেই পিবিআইতে মামলার বাদীকে এ বিষয়ে একাধিক বার ডেকে মামলা সংক্রান্ত তথ্য গ্রহন সহ তাহার মৌখিক সাক্ষ্য নেন।
উল্লেখ্য একই আসামীদের চাঁদাবাজী, সন্ত্রাসী,মদ্য অবস্হায় মাতলামি, ছাত্র নির্যাতন, মাদ্রাসা ছাত্রের মাকে বিয়ে সহ নানান অসামাজিক ও অপরাধমূলক বিষয় নিয়ে এই সাহসী সাংবাদিক আমিনুল হক একাধিক সংবাদ দৈনিক পত্রিকায় ও অনলাইনে প্রকাশ করে আসছিলেন। এরই রেশ ধরে এই চক্রটি সংঙ্ঘবদ্ধ হয়ে একাধীকবার সাংবাদিকের বিরোধ্যে অপপ্রচার সহ হুমকি, ধমকি, প্রাণনাশ সহ বিভিন্ন ভাবে হয়রানী করিলে নিরুপায় হয়ে পত্রিকা কর্তৃপক্ষ ও শুভাকাঙ্ক্ষীদের অবগত করে তিনি দারুস সালাম থানায় পর পর ৩ টি জিডি করেন। উল্লেখ্য , প্রতিটি জিডি আদালতে প্রসিকিউটর হয় ও সে আদালতে গিয়ে স্বাক্ষিও দিয়ে আসে।
এরপর আরোও ভয়ভীতি প্রর্দশন করলে সাংবাদিক আমিনুল হক ৬ জনকে আসামীকরে অঞ্জাত ৪/৫ জন সহ বিঞ্জ আদালতে আরো ১ টি মামলা করেন। মামলা নং-৩৫২/২০২২ধারাঃ ৩২৩/৩৭৯/৩৮৫/৪০৬/৩০৭/১০৯ দঃবিঃ। উক্ত মামলাটির তদন্ত ইতিমধ্যেই সমাপ্তির পথে।
তবে ভয়ের কথা হলো- ২ টি মামলার আসামীগন বুক ফুলিয়ে মহড়া চালাচ্ছেন, এলাকায় এখনো তাদের চাঁদাবাজী চলছে ওপেন ভাবেই। বাদীকে মামলা উঠানোর জন্য গত কয়েকদিন আগে রাত ১০.৩০ পথিমধ্যে হুমকি ধমকি দিলে পরের দিন বাদী স্হানিয় থানায় একটি জিডি করতে গেলে তাহার জিডিটি নেননি বরং আসামীদের নিকট থেকে গত ৩১ শে ডিসেম্বর/২২ তারিখে একটি মিথ্যা জিডি নেন তারা।
দেশ জাতির স্বার্থে কাজ করতে সাংবাদিক ও প্রসাশন একে অপরের সম্পুরক বটে। তবে এখানে কেন উল্টো বোধগম্য নয় বরং রহস্যজনক। এদিকে , সাংবাদিক আমিনুল হকের বাম হাত ভেঙ্গে যাওয়ায় সে এখনো চিকিৎসারত। বিভিন্ন পত্রিকায়, অনলাইনে বিষয়টির তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ করেছেন বিভিন্ন মহল থেকে । ইতিমধ্যেই যার কপি পিবিআইতে জমাও দেওয়া হয়েছে। বিঞ্জ আদালতে সু বিচার পাবেন এই আশাবাদ ব্যক্ত করেন সাংবাদিক আমিনুল হক আমিন।