স্টাফ রিপোর্টার
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের আল্লাহ করিম মসজিদ সংলগ্ন বিল্ডিংয়ে নিয়মিত দীর্ঘদিন থেকেই রোগী দেখছেন হাফেজ মাওলানা মাহবুবুর রহমান |
জানা গেছে , এখানে বিভিন্ন জটিল কঠিন রোগ, যেমন: বিভিন্ন যৌন রোগ, শ্বাসকষ্ট , হাঁপানি ,বাত ব্যথা, আমাশয় ইত্যাদি রোগের চিকিৎসা অল্প মূল্যে ও নির্ভরযোগ্যভাবে করা হয় |
অত্র প্রতিষ্ঠান এর কর্ণধার হাফেজ ক্বারী মাওলানা মাহবুবুর রহমান বলেন, আমি এটাকে সেবা হিসেবে নিয়েছি, তাই যতটুকু সম্ভব রোগীদের জন্য করার চেষ্টা করি |
অন্যদিকে, রোগ ব্যাধি শরীরের জন্য একটি মারাত্মক জিনিস| তাই যে কারো শরীরে কোন রোগ বা কোন সমস্যা হলে তা দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সমাধান করুন | আর সেক্ষেত্রে অবশ্যই একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হোন | সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন|