বিশেষ প্রতিনিধি:
আসছে পবিত্র রমজান মাস | এ মাসটি হচ্ছে পবিত্রতা ও ইবাদতের মাস | মহান আল্লাহতালা এই মাসে প্রতিটি সওয়াব এর কাজ এর পুন্যতা অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন |
এই পবিত্র মাস উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজালাল লাট এক বার্তায় জানান , পবিত্র রমজান উপলক্ষে মোহাম্মদপুর বাসিকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন | এছাড়াও ধর্মপ্রাণ প্রতিটি মানুষের প্রতি রইলো আমার পবিত্র ভালোবাসা| এই মাসে সবাই শুদ্ধতা ও সততার চর্চা করব ইনশাল্লাহ|