স্টাফ রিপোর্টার:
পুরনো দুঃখ-বেদনা গ্লানি সকল
সবকিছু মুছে জীবনের গাছে জাগাও নতুন মুকুল|
অতীতের দুঃখ বেদনাকে পিছনে ফেলে আসছে আরেকটি নতুন বছর | আর ইংরেজি নববর্ষ কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবু সায়েম শাহীন এক বার্তায় বলেন , ইংরেজি নতুন বছর উপলক্ষে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছাসহ অভিনন্দন| নতুন বছর সকলের জন্য হোক সুখ শান্তি ও সমৃদ্ধির বছর| নতুন বছর হোক উন্নয়নের বছর| নতুন বছর হোক ভালোবাসার বছর| অতীতের ন্যায় আগামী বছরেও বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগের ছায়া তলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ নির্দেশনায় কাজ করে যাব নিরন্তর -এমনই প্রত্যয় | ধন্যবাদ সবাইকে I