স্টাফ রিপোর্টার: তারানগর ইউনিয়ন পরিষদের সদ্য সমাপ্ত নির্বাচনে আবারো নির্বাচিত হয়েছেন জাহানারা খাতুন সূর্যমুখী ফুলমণি মার্কা নিয়ে |
জানা গেছে, জাহানারা খাতুন দুইবার সিলেকশানে ও তিনবার সরাসরি ইলেকশনে মোট পাঁচবার ধারাবাহিকভাবে পরপর নির্বাচিত হলেন , যা তার সর্বোচ্চ সফলতার স্বাক্ষর বহন করে |
এলাকাবাসী জানান, এই জাহানারা খাতুন সত্যিকার অর্থেই একজন জন সেবিকা , তাই আপামর জনসাধারণ বারবার তাকে নির্বাচিত করছেন নির্দ্বিধায় |
এলাকাবাসী আরো জানান , এই মহিলা মেম্বার রাতদিন এক করে জনসেবায় ব্যস্ত থাকেন | অন্য মানুষেরা যেখানে দুই একবার নির্বাচিত হয়েই অনেক কিছুই করে ফেলে, সেখানে এই জাহানারা খাতুন পাঁচবার নির্বাচিত হওয়ার পরেও সেভাবে কিছুই করতে পারেনি বরং তিনি তার ঘর সংসার এর চাইতে জনগণকে বেশি প্রাধান্য দেন | জনগণের সুখে-দুখে সর্বত্রই তাকে পাওয়া যায় খুবই আন্তরিক ভাবে |
জানা গেছে, জাহানারা খাতুন এর স্বামী একজন সজ্জন ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত | যিনি দীর্ঘদিন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এর দায়িত্ব পালন করে এখন রিটায়েড রয়েছেন | মহান স্বাধীনতা যুদ্ধে যার অবদান অনস্বীকার্য |
এদিকে পাঁচবার ধারাবাহিক জয়ের ব্যাপারে জাহানারা খাতুন জানান, আমি সবকিছুর ঊর্ধ্বে জনসেবা করে সুখ খুজে পাই , আনন্দ পায় যখন মানুষের জন্য কিছু করতে পারি | তাই মানুষও আমাকে ভালোবাসে , আমি মানুষের এই ভালোবাসা ও আমার প্রতি সমর্থনকে শ্রদ্ধা ও ভালোবাসা চিত্তে স্মরণ ও স্বীকার করছি | আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা এবারও আমাকে প্রত্যক্ষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন | ইনশাল্লাহ আমি অতীতে যেমন তাদের সাথে ছিলাম আগামীতেও আরো কাছাকাছি থাকবো আমার সেবা আন্তরিকতা ও কাজ দিয়ে | সবাই আমার জন্য দোয়া করবেন , আমি যেন সুস্থ থেকে সারা জীবন আপনাদের সেবা দিয়ে যেতে পারি |