স্টাফ রিপোর্টার:
আজ মর্মান্তিক শহীদ বুদ্ধিজীবী দিবস| এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীরা নির্মমভাবে হত্যা করেছিল জাতির বুদ্ধিজীবীদের|
এই দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালি থানা বাবুবাজার ফাঁড়ি ইনচার্জ প্লাবন আহমেদ রাজিব বলেন, পাকিস্তানের হানাদার বাহিনীরা তাদের পরাজয় নিশ্চিত ভেবে বিজয়ের মাত্র দুই দিন আগে আমাদের এই প্রিয় বাংলাদেশকে মেধাশূন্য করতে বেছে বেছে বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, প্রখ্যাত সাংবাদিকদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা যজ্ঞ চালায়| যা পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়| এই হত্যাযজ্ঞকে আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি| সেই দিন শহীদ সকলের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা| মহান আল্লাহতা’লার কাছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি|