স্টাফ রিপোর্টার: মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি খন্দকার শাহ আলম জগলুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে|
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, খন্দকার শাহ আলম জগলু সংগঠনের বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন করায় তাকে এই অব্যাহতি দেয়া হয়েছে| এই জগলু বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন বিরোধী ও অযৌক্তিক কথা বলায় তাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে | এছাড়াও সে উক্ত সংগঠনের ১৩ নম্বর সহ সভাপতি হলেও বিভিন্ন জায়গায় সে নিজেকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে জাহির করে, যা এক ধরনের প্রকাশ্য ভন্ডামি বলে সচেতন সমাজের ভাষ্য| এছাড়াও অব্যাহতি পাওয়া এই স্বেচ্ছাসেবক লীগ নেতা বিভিন্ন সময়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নাম বিক্রি করে নানা অনিয়মের সাথে জড়িত বলে জানিয়েছে বিভিন্ন জন | তাই তাকে অব্যাহতি দেয়াতে প্রকৃত ত্যাগী আওয়ামী লীগেরা স্বস্তির নিশ্বাস ফেলেছে|