আমিনুল হক আমিন-সিনিয়র রিপোর্টার:
আজ ১৭ ই জুন সারাদিন ব্যাপী মিরপুর ৮৫ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে। উত্তরায় বোট ক্লাবে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। এখানে উপস্থিত আছেন মিরপুর ৮৫ ব্যাচের সকল সদস্যগণ । তারা নিজেদের মধ্যে আনন্দ-উদ্দীপনা ও পরিচয় কে আরো গাড় করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছেন।
আয়োজক সূত্রে জানা গেছে, নানা কর্মসূচী ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হচ্ছে। নিজেদের ভিতরের আন্তরিকতায় আরো বাড়িয়ে নেওয়ার জন্যই তাদের এই অনুষ্ঠানের আয়োজন। আগামীতে তারা এ ধরনের আরো বিভিন্ন আয়োজন করবে বলেও জানা গেছে।