স্টাফ রিপোর্টার ঃ গত ১৬ ই ফেব্রোয়ারী/২০২৩ ইং তারিখ রোজঃ বৃহঃবার সকাল ১০.০০ ঘটিকায় মিরপুর মাজার কো- অপারেটিভ মার্কেট সোসাইটির ভবনের ৬ ষ্ঠ তলার হলরুমে অনুষ্ঠিত হলো কো- অপারেটিভ মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর বিগত ২ রা জুনের নব নির্বাচিত ব্যবস্হাপনা কমিটির আহব্বানে এক বিষেশ সাধারন সভা /২০২৩ উক্ত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ আব্দুস সাত্তার বাবুল, সঞ্চালনায় ছিলেন, সমিতির সম্পাদক মোঃ মেহেদী হাসান মিঞা, সার্বিক সহোযোগিতায় ছিলেন সোসাইটির পরিচালক ও অত্র সমিতির সাবেক কর্মকর্তা মোঃ আল আমিন মাঝি। সভায় নব- নির্বাচিত কমিটির পক্ষ থেকে চিঠির মাধ্যমে আমন্তিত বিষেশ অতিথী ছিলেন সোসাইটির সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ খোরশেদ আলম (ইন্জিঃ) আলহাজ্ব এ্যাডঃ মোঃআলাউদ্দিন এছাড়াও অত্র সমিতির একাধিক বার নির্বাচিত কোষাদক্ষ ও যুগ্নঃসম্পাদক সাবেক কর্মকর্তা , বিশিষ্ট সমবায়ী মোঃ আমিনুল হক আমিন, প্রবিন সদস্য এ কে এম নাসির উদ্দিন, আশরাফুল আলম চৌধুরী খসরু, সহ অত্র সমিতির সাবেক কমিটির সদস্যবৃন্দ সহ অগনিত সদস্য।
সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কো- অপারেটিভ মার্কেট জামে মসজিদ এর সম্মানিত খতিব ও ঈমাম মুফতি মাসুম উল্লাহ সাহেব।সভায় আলোচ্য সুচি মোতাবেক বিগত সভার কার্যবিবরনী ও বিষেশ সাধারন সভার প্রতিবেদন পাঠ করে শুনান নব নির্বাচিত সম্পাদক মোঃ মেহেদী হাসান মিঞা। অতঃপর উমুক্ত বক্তব্য দেন ইঞ্জিনিয়ার আলহাাজ্ব খোরশেদ আলম সাহেব ও সাবেক কমিটির সম্পাদক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম খান সহ অন্যান্য কর্মকর্তাগন।
সভায় ইলেট্রিক মিডিয়া সহ অন্যান্য গনমাধ্যম উপস্হিত ছিলেন। এছাড়াও স্হানীয় প্রসাশনের কড়ানিরাপত্তায় সভাটি সভাপতি সাহেব দূপুর ১ টায় সমাপ্তি ঘোষনা করে দূপুরের আপ্যায়নের মাধ্যমে সম্পন্ন হয়।। সভার প্রস্তাব ও সিদ্ধান্তবলি সমবায় আইন মোতাবেক রেজুলেশন করে পরবর্তি ব্যবস্হা গৃহীত হইবে মর্মে সভার সভাপতি সাহেব আবগত করেন।