বিশেষ প্রতিনিধি:
পবিত্র রমজান, সওয়াব সম্ভারের মাস|এই মাসে একটি পুন্যের কাজ করলে বহুগুণে তা বেড়ে যায়| এমন একটি বরকতময় মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ|
এই মহিমান্বিত মাস উপলক্ষে গরিবের বন্ধু কেরানীগঞ্জ শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মহিলা মেম্বার আফিয়া আক্তার মিথিয়়া বলেন , এই মহিমান্বিত ফজিলতপূর্ণ মাস উপলক্ষে সবাইকে জানাচ্ছি পবিত্র ভালোবাসা |এই বরকতময় মাসে সবার জীবন ভরে উঠুক সুখ শান্তি ও সমৃদ্ধিতে| মহান আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হোক এই মাসে| এই মাসের বদৌলতে আমাদের সকল গুনাহ গুলো ক্ষমা করে দিক মহান প্রভু |