স্টাফ রিপোর্টার:
পবিত্র রমজান মাস | আজকে প্রথম রোজা| এই রমজান মাসে ১০ টি করে তিনটি ভাগে ভাগ করা হয়েছে|
পবিত্র রমজান মাস উপলক্ষে সাভার উপজেলা ভাকুর্তা ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ্ব মোঃ নুরুল মমিন বলেন, রমজান মাস উপলক্ষে আমার প্রাণপ্রিয় ভাকুর্তাবাসীকে জানাই গভীর শ্রদ্ধা ও পবিত্র ভালোবাসা| রমজান মাসে নিত্যপণ্য জিনিসের দাম থাকুক সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতর এমনই কামনা সংশ্লিষ্ট সকলের প্রতি | এই মাসে সবার সুস্থতা ও স্বাচ্ছন্দময় জীবন কামনা করছি|