বিশেষ প্রতিনিধি
আজ ইতিহাসের কলঙ্কজনক দিন জেল হত্যা দিবস | এই দিনে কারাগারের ভেতরে ঢুকে জাতির জনকের একান্ত ঘনিষ্ঠজন চারজন জাতীয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয় | এই মহান নেতাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন কেরানীগঞ্জ এর শাক্তা ইউনিয়ন 5 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সাবেক শ্রেষ্ঠ মেম্বার মনির হোসেন|
তিনি এক বার্তায় বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শাহাদাত বার্ষিকীতে তাদের স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে| তাদের এমন ভাবে যারা হত্যা করেছে তাদের প্রতি জানাচ্ছি চরম ঘৃণা | এমন মহান চার নেতার চলে যাওয়াতে দেশ-জাতি যে অপূরণীয় ক্ষতি হয়েছে তারা কখনোই পূরণীয় নয়|