মহিমান্বিত মাস রমজান আমাদের মাঝে চলে এসেছে|
এই বরকতময় মাস উপলক্ষে হোমিও প্রথিতযশা চিকিৎসক ডাক্তার ইদ্রিস আলী বলেন, পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব | এই পবিত্র মাসে আমাদের সংযমী হতে হবে | হতে হবে মহান আল্লাহ তায়ালার প্রতি আরো বেশি ইবাদত মুখী| মহান এই মাস উপলক্ষে সবার সুস্বাস্থ্য কামনা করছি|