আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | এই দিনে ভাষা সৈনিকরা বাংলা ভাষার জন্য অকাতরে জীবন দিয়েছিলেন |
এই মহান দিনে উপলক্ষে ঢাকা উত্তর কর্পোরেশনের কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি এক বার্তায় বলেন, ভাষা শহীদরা জাতির সূর্যসন্তান , তাদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা | মহান আল্লাহতালা তাদেরকে উত্তম স্থান দান করুক -এমনি দোয়া রইল|