আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | এই দিবসে তরতাজা রক্ত দিয়েছিল ভাষার জন্য কিছু তরুণ | যার জন্য আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি |
এই মহান দিবস উপলক্ষে মোহাম্মদপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও স্বনামধন্য লাট পরিবারের সন্তান শাহজালাল লুলু এক বার্তায় বলেন , ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা| আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উত্তম স্থান দান করেন|