ভাকুর্তা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদে মোরগ মার্কা নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন ভাকুর্তা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দেশ দরদী গরীবের বন্ধু হাজী মোঃ ইয়াছিন।
ভাকুর্তা ইউনিয়নের জনগণ বলেন। হাজী মোঃ ইয়াছিন সাহেবের মতো একজন ভাল মানুষ আর হয়না আমরাবিপদে আপদে সাহায্য সহযোগিতায় সবসময় হাজী সাহেব কে কাছে পাই
তিনি আমাদের গৌরব। ইনশাআল্লাহ আগামী 5ইজানুয়ারী সুষ্ঠু নির্বাচন হলে হাজী মোঃ ইয়াছিন ভাই বিপুল ভোটে জয়লাভ করবেন ইনশাআল্লাহ এলাকা বাসির একটা ই যোর দাবি করেন ভোট যাহাতে সুষ্ঠু হয় । সেই জন্য নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন