ভ্রাম্যমাণ প্রতিনিধি:
সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের 7 8 9 নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী বিলকিস জাহান| যার প্রতীক মাইক | অত্র ইউনিয়নে সরেজমিন ঘুরে দেখা গেল , এই বিলকিস জাহান এর মাইকের জয়জয়কার |
জনগণ জানালেন, মানবদরদি এই প্রার্থীকে আমরা মাইক মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করব | তারা জানালেন, বিপদে-আপদে সুখে-দুখে এই বিলকিস জাহানকে আমরা কাছে পায়, তাই তাকে আমরা আমাদের মেম্বার বানাতে চায় ; যাতে করে আগামীতে আরো ভালোভাবে দায়িত্বের সাথে তাকে আমরা আমাদের সুখ দুঃখের সাথী হিসেবে পায় এবং তিনি এলাকার উন্নয়নে অবদান রাখতে পারেন |