নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল মহান বিজয় দিবস| নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেয়েছি প্রিয় বাংলাদেশকে|
এই মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুইবারের জননন্দিত কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান জানান, জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে| বিজয় দিবস স্মরণে তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক ভালোবাসা| তাদের অকৃত্তিম ত্যাগ ও দেশের প্রতি ভালোবাসার কারণে আজকে এই স্বাধীন বাংলাদেশে পেয়েছি| তাই মুক্তিযুদ্ধে শহীদ সকল আত্মার মাগফিরাত কামনা করছি| মুক্তিযোদ্ধাদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা ও সশ্রদ্ধ সালাম|