স্টাফ রিপোর্টার:
“যত দিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান
তত দিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান”
আগামীকাল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন | বঙ্গবন্ধুর এই মহান জন্মদিন উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার মোঃ মাসুম আলমগীর এক বার্তায় বলেন , বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় ; একটি প্রতিষ্ঠান; একটি প্রেরণা ; একটি ভালবাসা’ | বঙ্গবন্ধু এই শুভ জন্মদিনে তার প্রতি জানাচ্ছি অকৃত্রিম শ্রদ্ধা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা | আজ আমরা স্বাধীন ভাবে চলতে পারছি বঙ্গবন্ধু এদেশের বুকে জন্মে ছিল বলেই , তাই তার প্রতি আমরা কৃতজ্ঞ|