কবিতার ভাষায় বলতে হয়
তোমার জন্ম হয়েছিল বলেই পৃথিবীর বুকে জন্ম নেয় আরেকটি নাম
‘বাংলাদেশ’।
আর বাংলাদেশ তোমাকে নতুন করে জন্ম দেয় তোমার প্রতিটি জন্মোৎসবে
জাতীয় শিশু দিবস হিসেবে তুমি বেঁচে থাক বাংলার প্রতিটি শিশুর মাঝে।
মার্চে তোমার জন্ম হয়েছিল বলেই
একাত্তরে ভীষণ বিদ্রোহে গর্জে ওঠে মার্চ।
তোমার জন্ম হয়েছিল বলেই বিশ্বের মানচিত্রে নতুন করে যুক্ত হয়
একটি পতাকার
সবুজের বুক চিরে রক্তিম সূর্যোদয়ের মত
লাল সবুজের বাংলাদেশ।
এই মার্চে তোমার জন্ম হয়েছিল বলেই
রেসকোর্স ময়দানে তর্জনী উঁচু করা সাতই মার্চের সেই ভাষণ
ভয়ংকর হুংকার দিয়ে ডেকে এনেছিল স্বাধীনতাকে।
জনতার মহা মিলনের সেই উত্তাল ঢেউ
আজ সারা বিশ্বের শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র্।
স্বাধীনতার সেই সারাজাগানো রক্তিম লালগোলাপ সুবাসে
সারা দুনিয়ায় শেখ মুজিব আর বাংলাদেশ শব্দ দুটি
এক সাথে উচ্চারিত হতে থাকে এই মার্চেই।
তাই বীজকে মরে যেভাবে অংকুর হতে হয়, অংকুরকে মরে গাছ
তেমনি করে মরে গিয়েও তুমি বার বার ফিরে আস
মার্চে তোমার প্রতিটি জন্মোৎসবে প্রিয় বঙ্গবন্ধু।
বঙ্গবন্ধুর 102 তম জন্মদিনে ঢাকার অদূরে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরজু মিয়া বেনু বলেন , বঙ্গবন্ধু আমাদের আদর্শের প্রাণপ্রতিমা তার এই জন্মদিনে জানাই লাখো কোটি সালাম ও শ্রদ্ধা |