স্টাফ রিপোর্টার
‘যত দিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, তত দিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। ‘
একটি জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। যতদিন এ রাষ্ট্র থাকবে, ততদিন অমর তিনি। তিনি চিরঞ্জীব। এই মহান নেতা আমাদের মাঝে নাই কিন্তু তার ণীতি, নেতৃত্বের মধ্য দিয়ে তাকে খুঁজে পাই আমাদের মাঝে।
বঙ্গবন্ধুর জন্মদিনে তারানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও তারানগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির এক বার্তায় বলেন , বঙ্গবন্ধুর জন্মদিন আমাদের নতুন করে ভাবতে শেখায় , শিখায় নতুন করে পথ চলতে | বঙ্গবন্ধুর জন্মদিনে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা