বিশেষ প্রতিনিধি:
গাছ পরিবেশের অংশ, গাছ মানুষের অক্সিজেন দেয় , যার মাধ্যমে মানুষ নিশ্বাস নিয়ে বেঁচে থাকে | তাই আমাদের বেঁচে থাকার জন্য গাছের অবদান অনস্বীকার্য | এছাড়া সৌন্দর্য বিধানেও গাছের ভূমিকা গুরুত্বপূর্ণ | তাছাড়াও রয়েছে বিভিন্ন ঔষধি গাছের গুনাগুন |
আর এই সবকিছুর উপর ভিত্তি করেই মো: আসলামুল ইসলাম আসলাম তার দীর্ঘদিনের অভিজ্ঞতা পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠা করেছেন জিহাদ নার্সারি বরিশাল | এই নার্সারিটিতে দেশি-বিদেশি সকল প্রকার ফুল-ফল , ঔষধি গাছের চারা, সার, ওষুধ, স্প্রে মেশিন পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করা হয় এবং যারা গাছ উৎপাদন ও নার্সারি প্রতিষ্ঠিা করতে চায় তাদেরকে পরামর্শ দেওয়া হয় | জিহাদ নার্সারি বরিশাল এই নার্সারিটির ঢাকা শহরে বেশ কয়েকটি শাখা রয়েছে | এর মধ্যে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন একটি শাখা , মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এর একটি শাখা | যেটার ঠিকানা ১ নম্বর গেট এর ৪ নম্বর দোকান | এছাড়াও মিরপুর ১ এ আনসার ক্যাম্প এর বিপরীতে রয়েছে আরেকটি শাখা এবং খুব শীঘ্রই আরও কিছু শাখা আসছে বলে নার্সারি এর কর্ণধার সূত্রে জানা গেছে |
সরেজমিন জিহাদ নার্সারির শাখাগুলো ঘুরে দেখা গেল- এখানে বিশেষ বিশেষ ধরনের ফুল ,ফল ও ঔষুধি গাছ এর সমাহার রয়েছে | এর মধ্যে কিছু ব্যতিক্রম ধর্মী গাছও রয়েছে | আছে নানা রকম চমকপ্রদ মজাদার কিছু গাছ | যেমন:- মিরাক্কেল নামে একটি গাছ যে গাছটির ফল খাওয়ার পরে লেবুও মিষ্টি লাগবে |
রয়েছে অরোগানিয় নামক একটি ঔষধি গাছ| যেটি বাচ্চাকাচ্চাদের সর্দি-কাশিসহ বিভিন্ন অসুখ নিরাময়ে এক অপ্রতিরোধ্য গাছ | এছাড়াও পবিত্র কোরআন শরীফে উল্লেখিত অত্তিনি ও অজ্জায়তুন নামক দুটি গাছ | আর দুটি গাছই এখানে পাওয়া যাবে | এছাড়াও নাম জানা-অজানা বিভিন্ন ফুল, ফল ও ঔষুধি গাছের চারা এখানে নিশ্চিত ভাবে পাওয়া যাবে |
এসব ব্যাপারে অত্র প্রতিষ্ঠানের কর্ণধার আসলাম ভাইয়ের সাথে বললে তিনি জানান, আমি মূলত বাংলাদেশকে সবুজায়ন করতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই নার্সারি ব্যবসার সাথে জড়িত হয়েছি এবং এটা করতে আমার অত্যন্ত ভালো লাগে তাই যে কেউ যদি এই নার্সারির সঙ্গে জড়িত হয় তবে আমি স-প্রণোদিতভাবে তাকে পরামর্শ দিতে উদ্যত হয় | এক্ষেত্রে সে যদি আমার কাছ থেকে কাজ নাও ক্রয় করে তাতেও সমস্যা নেই | আমি চাই যে যার জায়গা থেকে গাছ রোপন করুক , তাতে সে বাড়ির আশেপাশে হোক, রাস্তায় হোক কিংবা নার্সারি আকারে ব্যবসা আকারে হোক | মূলত গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, গাছ আমাদেরকে অক্সিজেন দেয় | আর তাই আমরা সবাই যদি গাছ লাগাই তবে আমাদের এই প্রিয় বাংলাদেশ ফুলে ফলে সবুজের সমারোহে সুশোভিত হবে | তখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো স্বাস্থ্যকর ভাবে গড়ে উঠবে | যার প্রেক্ষিতে, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে |
এছাড়া তিনি আরও বলেন , আমার কাছে সব ধরনের গাছ এর চারা রয়েছে, আছে বিভিন্ন বিদেশি গাছের চারাও | তাই আপনারা আপনাদের পছন্দমত যেকোনো গাছের চারা নিতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন | আর এক্ষেত্রে যদি আপনারা দূর-দূরান্ত থেকে কেউ গাছ বা আমার নার্সারি দেখতে চান তবে আমার ইমো (০১৯১৮ ৪০০ ১০৪) নাম্বার এর মাধ্যমে গাছের চারাগুলো আপনারা দেখে নিতে পারবেন | এছাড়াও আমার এই (০১৮৪৬ ৪৭ ২০ ১৪) নাম্বারে সার্বক্ষণিক আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন |