বিশেষ প্রতিনিধি:
আমাদের মাঝে উপস্থিত ইংরেজি নতুন বছর | ইংরেজি নতুন বছরকে কেন্দ্র করে পুরো বিশ্বে দিন তারিখের হিসাব গণনা করা হয়, তাই ইংরেজি বছর সবার কাছে বেশ গুরুত্বপূর্ণ |
ইংরেজি নতুন বছর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মু: গোলাম কিবরিয়া হাবিব এক শুভেচ্ছা বার্তায় জানান , সদ্যসমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা আমাকে ভোট সমর্থন ও ভালোবাসা দিয়ে আমার পাশে ছিলেন , তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ | আমি ভালবাসার প্রতিদান কতটুকু দিতে পারবো জানিনা তবে সর্বতোভাবে চেষ্টা করব আপনাদের ভালোবাসার মূল্য দিতে | ইংরেজি নতুন বছর উপলক্ষে সবার প্রতি রইলো একরাশ প্রীতি ও শুভেচ্ছা | বিশেষ করে আমার প্রাণপ্রিয় চৌডালা বাসীর প্রতি রইল গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভকামনা |