স্টাফ রিপোর্টার
আজ প্রথম রমজান| পবিত্র মাসের প্রথম রোজা| মুসলিম জাতির জন্য এই রমজান মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বরকতময় |
এই পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আদাবর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াসিন মোল্লা বলেন, পবিত্র মাহে রমজান আমাদের জন্য এক অনুপম রহমতের মাস| এই মাসে আমাদেরকে মহান আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে হবে |এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার প্রাণপ্রিয় আদাবর বাসীকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা|