আজ ইংরেজি নতুন বছরের প্রথম দিন চলে গেল | শুরু হয়ে গেছে নতুন বছর |
এই নতুন বছর উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আদাবর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহা: ইয়াসিন মোল্লা এক শুভেচ্ছা বার্তায় জানান , নতুন বছর উপলক্ষে আমার প্রাণপ্রিয় আদাবর বাসীকে জানাই একরাশ ভালোবাসা ও শুভেচ্ছাসহ অভিনন্দন | আমি সবার সর্বাঙ্গীন সুস্থতা ও মঙ্গল কামনা করছি| মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে , এই নতুন বছরে আরো বেশ কয়েক ধাপ এগিয়ে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ | বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছি , নতুন বছরসহ আগামীতেও একইভাবে আওয়ামী লীগের রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাব নিরন্তর |