বিশেষ প্রতিনিধি:
আগামীকাল ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় ।
আর এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুইবারের নির্বাচিত কাউন্সিলর রাজিয়া সুলতানা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাঁর নেতৃত্বে আমাদের বাংলাদেশে যেভাবে এগিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। প্রতিষ্ঠাবার্ষিকীর মাত্র একদিন পরেই ২৫ শে জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন। সব মিলিয়ে আমরা বাঙালি জাতি সত্যি খুব আনন্দিত ও বিমোহিত।