সম্প্রতি একটি নিউজের ছবিতে অভিযুক্ত ব্যক্তির সাথে আমার আমাদের সম্মানিত ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য এর ছবি ব্যবহার করা হয়েছে। যা অপ্রাসঙ্গিক ও অনভিপ্রেত ।
প্রবাদ বাক্যের মত বলতে হয়- ‘ধান ভানতে শিবির গীত’। অথচ সংবাদ সংশ্লিষ্ট মানুষের কাছে আমাদের প্রত্যাশা দায়িত্বশীলতা কিন্তু সংবাদটিতে শুধু দায়িত্বশীলতার অবহেলাই করা হয়নি বরং রীতিমতো খামখেয়ালী করা হয়েছে। ‘কিসের সাথে কি পান্তা ভাতে ঘি’ এর মত অযথা ওই অভিযুক্ত ব্যক্তির সাথে আমার ও আমাদের অতি শ্রদ্ধাশীল সংসদ সদস্যের ছবি ব্যবহার করা হয়েছে ।
আমরা জনপ্রতিনিধি আমাদের সাথে অনেকেই ছবি তুলতে চায় আর আমরাও সেটা নির্দ্বিধায় তাদেরকে তুলতেও দেই । এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যাচাই-বাছাই করার সুযোগ থাকে না । তবে হ্যাঁ, এরপরও যারা চিহ্নিত অপরাধী তাদের ব্যাপারে অবশ্যই আমরা সচেতন থাকি। এরপরেও এই নরমাল একটি বিষয়কে নিয়ে কেউ অপব্যবহার করবে এবং তাও আবার কোন একটি সংবাদ মাধ্যম তা সত্যি বিস্ময়কর । এমন কি অবস্থাদৃষ্টে এই সকল সংবাদপত্রের বস্তুনিষ্ঠতা ও ভূমিকা নিয়েও যথেষ্ট প্রশ্ন থেকে যায় । তাই এমন অপ্রাসঙ্গিক ও অবান্তর কোন বিষয়ে অবতারণা করে সংবাদ সংশ্লিষ্ট মানুষেরা অহেতুক প্রচার করবে তা কোনভাবেই কাম্য নয় ।
আমি ওই সংবাদ সংশ্লিষ্ট ছবিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । সাথে সংবাদ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ-আপনাদের আরো দায়িত্বশীলতা আচরণ করার জন্য এবং সকলের অবগতির জন্য জানানো হলো- বিষয়টি নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না । আপনাদের সদয় অবগতির জন্য আরো বলে রাখি যে, কোন অপরাধি বা অপরাধের সঙ্গে আমার ন্যূনতম সম্পর্ক ছিল না এখনো নেই আর আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আগামীতেও ইনশাল্লাহ থাকবে না ।
ধন্যবাদান্তে-
রাজিয়া সুলতানা ইতি
সংরক্ষিত মহিলা কাউন্সিলর
৯, ১০ ও ১১ নম্বর ওয়ার্ড
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন