স্টাফ রিপোর্টার:
আসছে পবিত্র রমজান মাস, মুসলমানদের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ পবিত্র মাস| এই মাস উপলক্ষে অবৈধ ব্যবসায়ী চক্র মেতে উঠেছে অতি মুনাফা লাভের পাঁয়তারায় তবে ইতিমধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দরা বেশ প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করছেন |আসন্ন পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাগণ নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে বলা হয়েছে , খাদ্যপণ্যে ভেজাল দেওয়াসহ অতি মুনাফা লাভ থেকে বিরত থাকার জন্য সম্মানিত ব্যবসায়ীবৃন্দকে অনুরোধ করা যাচ্ছে। এর ব্যর্থ হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুধু রমজান মাস উপলক্ষেই নয় বরং পুরো বছর ধরে তারা চেষ্টা করে যাচ্ছেন ভোক্তাদের অধিকার সংরক্ষণে | দিচ্ছেন অবৈধ ব্যবসায়ীদের বিভিন্ন রকম সর্তকতা ও সাজা |
এদিকে, পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল বলেন, পবিত্র রমজান মাস হোক ভোক্তাদের জন্য স্থিতিশীল ও সহনশীলতার মাস | তাই সকল পক্ষকে এসব ব্যাপারে সচেতন থাকতে হবে, যাতে করে রমজান মাসটি সবার জন্য হয় স্বাভাবিক ও স্বাচ্ছন্দের|