বিশেষ প্রতিনিধি:
আবার আসছে পবিত্র ঈদ | ঈদ সব সময়ই আনন্দের ও খুশির | গত ঈদগুলো ছিল করোনার ভিতরে সে ক্ষেত্রে এবার করোনার কড়াকড়ি কিছুটা হলেও কম রয়েছে | তাই একটু স্বাচ্ছন্দে মানুষ ঈদ পালন করবে তবে এরপরেও সচেতন থাকতে হবে সবাইকে |
আর এই পবিত্র ঈদ উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সুপরিচিত মুখ দুইবার এর সফল কাউন্সিলর মানব দরদী নেত্রী রাজিয়া সুলতানা ইতি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদ সবার জন্য সার্বজনীন সুখ বয়ে আনুক ; নিয়ে আসুক সুখ শান্তি ও সমৃদ্ধি | ঈদে শুধু আমাদের নিজেদের দিকে দেখলে চলবে না ; বরং দেখতে হবে আমাদের আশেপাশে যারা অসহায় মানুষ রয়েছে , তারা কিভাবে ঈদ পালন করবে , সে ক্ষেত্রে আমাদের যথাসাধ্য তাদের প্রতি দৃষ্টি দিতে হবে |
এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি আমার প্রাণপ্রিয় এলাকাবাসীসহ দেশ-বিদেশের যে যেখানে আছেন সবার প্রতি জানাচ্ছি হৃদয় নিংড়ানো ভালোবাসা ,আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন | এই ঈদ সবার কাটুক অত্যন্ত সুন্দর , সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে |
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি | তিনি যেন আরো বেশী দিন সুস্থ থেকে আমাদের বাংলাদেশকে এমনভাবেই নেতৃত্ব দিয়ে যেতে পারেন, যাতে করে দেশ যাবে আরো এগিয়ে মাথা উঁচু করে |