বিশেষ প্রতিনিধি:
পুরনো একটি ইংরেজি বছর ক্যালেন্ডারের পাতা থেকে চলে যাচ্ছে, আসছে নতুন একটি বছর | নতুন বছর উপলক্ষে সবার মধ্যে এক অন্যরকম উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে| নতুন এই বছরকে কেন্দ্র করে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশে অবস্থিত ● ডেইলি কার হাট● এর অন্যতম ব্যবস্থাপক মোঃ আব্দুল মালেক জানান, নতুন বছরকে কেন্দ্র করে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন | নতুন বছরে আমার প্রত্যাশা সবাই সাবধানে গাড়ি ড্রাইভ করবেন | নিরাপদে যাতে সবাই পথযাত্রা পরিভ্রমণ করে বাসায় পৌঁছাতে পারেন -এই আমার আন্তরিক কামনা I