বিশেষ প্রতিনিধি:
এসেছে আমাদের মাঝে ইংরেজি নতুন বছর | ইংরেজি নতুন বছরকে কেন্দ্র করে বিশ্বের অনেক কিছুই পরিচালিত হয় | আসন্ন ইংরেজি নতুন বছর উপলক্ষে ভারতীয় প্রথিতযশা লেখক সুকেশ কুমার মন্ডল বলেন , এই নতুন বছর উপলক্ষে বিশ্বের যে যেখানে রয়েছেন সবার প্রতি রইল হৃদয় নিংড়ানো একরাশ লাল গোলাপের শুভেচ্ছা সাথে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি| বিশেষ করে বাংলা ভাষাভাষী সকল জনগণের প্রতি জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা|