স্টাফ রিপোর্টার
তারানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আট নম্বর ওয়ার্ডে মেম্বার পদে জয়লাভ করেছে টিউবওয়েল প্রতীক নিয়ে মো: দুলাল খান|
তার এই জয়ের ব্যাপারে অত্র এলাকার জনগণ জানান , দুলাল খান একজন স্বেচ্ছাসেবী নেতা | তিনি স্বেচ্ছায় জনগণের উপকার করেন| মানুষের বিপদে-আপদে তাকে ডাক দেওয়া লাগে না বরং তিনি নিজেই মানুষের বিপদ আপদ মুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়েন এবং যতক্ষণ পর্যন্ত সেটা সমাধান না হয় সেটার পিছনে দিন লেগে থাকেন | এমন একজন নেতা আমাদের মেম্বার নির্বাচিত হওয়ায় আমরা খুশি| তিনি এর আগেও আমাদের মেম্বার ছিলেন | সত্যিকার অর্থেই তিনি একজন জনসেবক ও মানবদরদী মানুষ | তাই আমরা তাকে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করেছি |
আশা করি , তিনি তাঁর স্বভাবসুলভ জনবান্ধব মূলক মানসিকতা আগামী পাঁচ বছর বজায় রাখবেন |