চিকিৎসা প্রতিবেদক: রাজধানী ঢাকা আদাবর রিং রোডে অবস্থিত এস পি হাসপাতাল | এই হাসপাতালের চেয়ারম্যান বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের সভাপতি ডাক্তার সঞ্জিত চক্রবর্তী | ডাক্তার সঞ্জিত চক্রবর্তী একজন স্বনামধন্য ব্যক্তিত্ব ও চিকিৎসক | তিনি দীর্ঘদিন থেকে রাজধানীর অত্র এলাকায় হাজার রোগীর সেবা দিয়ে সুস্থ জীবনযাপন পথ চলতে সহায়তা করছেন | তবে মাঝে মাঝে কতিপয় স্বার্থান্বেষী মহল তার এই ইতিবাচক পথচলাকে আটকে দিতে চাইলেও শেষযাত্রা সেই সব ষড়যন্ত্র করে তারা সফল হতে পারেনি বরং ডাক্তার এস চক্রবর্তী তাঁর সু-সেবা ও ইতিবাচক মানসিকতা দিয়ে এগিয়ে গেছেন আরো উন্নত শিখরে |
বেশ ক’জন রোগীর সাথে কথা বললে তারা জানায় , আমরা এই প্রথিতযশা ডাক্তার চক্রবর্তীর চিকিৎসা সেবা নিয়ে এখন সুস্থ জীবনযাপন করছি | এছাড়াও তার সেবা গ্রহণ করে বাংলাদেশের অনেক বড় বড় ব্যক্তিত্বরাও সুস্থ থেকে দেশ জাতির সেবায় কাজ করে যাচ্ছেন -এমন তথ্যও পাওয়া গেছে |