স্টাফ রিপোর্টার
সদ্যসমাপ্ত তারানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে 7 8 9 নম্বর ওয়ার্ডের তিনজন মহিলা মেম্বার প্রার্থী ছিলেন| জনগণের এদের মধ্যে শাহনাজ আবেদীনকে তাদের মহিলা মেম্বার হিসেবে যোগ্য মনে করে ভোট দিয়ে নির্বাচিত করেছেন |
তার এই জয়ের ব্যাপারে জনগণ জানান, এখানে তিনজন প্রার্থী ছিল কিন্তু তার মধ্যে সবদিক দিয়েই যোগ্য প্রার্থী হিসাবে শাহনাজ আবেদীনকে আমরা আমাদের মহিলা মেম্বার হিসেবে যোগ্য মনে করে ভোট দিয়ে জয়যুক্ত করেছি | আশা করি, আগামীতে তিনি তার যোগ্যতা ও মেধা দিয়ে এই এলাকার জনগণের ইউনিয়ন পরিষদে যোগ্য প্রতিনিধি হিসেবে তিনি তা প্রমান করবেন | তার বিনয়ী ও মানুষের প্রতি ভালোবাসা সত্যিই চোখে পরার মত | তিনি সব সময় হাসিমুখে মানুষের সাথে কথা বলেন | তার এই সকল গুণাবলী আগামী পাঁচ বছরে মেম্বার থাকাকালীন আরো বেশি বৃদ্ধি পাবে বলেও জনগণ আশাবাদ ব্যক্ত করেন |