স্টাফ রিপোর্টার
কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী 10 ফেব্রুয়ারি
| এরই পরিপ্রেক্ষিতে কেরানীগঞ্জ তারানগর ইউনিয়নের 6 নং ওয়ার্ডে বেশ কয়েকজন মেম্বার প্রার্থী থাকলেও সবার মধ্যে সব দিক থেকেই এগিয়ে রয়েছেন তরুণ নেতা আকিল মাহমুদ | সরোজমিনে অত্র এলাকায় ঘুরে দেখা যায়, সব শ্রেণীর ভোটারই এই প্রার্থীকে চাচ্ছে | তারা জানান সৎ নির্ভীক জনসেবক এই প্রার্থী কে আমরা আগামী মেম্বার হিসাবে বেছে নিব | কারণ , তিনি পরীক্ষিত | ভোটাররা জানান তিনি মেম্বার না হয়েও আমাদের বিভিন্ন সময়ে সুখে-দুখে সাথে থাকেন এমনকি করোনার সময় তিনি আমাদের নানা ধরনের সহযোগিতা করেছেন | অন্যান্য প্রার্থীদের ব্যাপারে তারা বিভিন্ন অভিযোগ করে বলেন, তারা বিভিন্ন ভাবে আমাদেরকে নিপীড়িত করেছেন , তাদের পেছনে রয়েছে নানা অপকর্মের প্রকৃষ্ট দাগ , সে হিসেবে আকিল মাহমুদ অনেকটাই নিষ্কলুষ| তাই তাকে মেম্বার হিসেবে আমরা নির্বাচিত করে মেম্বার এর যে সুফল আমরা শতভাগ ভোগ করবে ইনশাল্লাহ