বিশেষ প্রতিবেদক
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর প্রধান কার্যালয় বিভাগীয় জেলা কার্যালয়ের ৬৭ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ ৬২ টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনার সহ ভোক্তা অধিকার সংরক্ষণে বিভিন্ন প্রশংসামূলক কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত |
যার পরিপ্রেক্ষিতে ভোক্তারা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে | বিশেষ করে অধিদপ্তরের প্রধান কার্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা প্রায় প্রতিদিনই ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি দূরীকরণে এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে প্রানপন চেষ্টা করে যাচ্ছেন | মাছ বাজার, গার্মেন্টস ,পোশাক, সেন্ডেল তৈরির কারখানা, নকল কসমেটিকস , বেকারি , মুদির দোকান , তরমুজের দোকান , এমনকি বাস কাউন্টারে কাউন্টারে অতিরিক্ত ভাড়া রোধেও তারা ভোক্তাদের প্রয়োজনে বিভিন্ন ভাবে প্রতিদিন ঝাঁপিয়ে পড়ছেন অভিযানে যা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জনসম্মুক্ষে আসছে | এতে অনেকটাই ভোক্তদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে | তাই সর্বমহলের আশা এমন অভিযান অব্যাহত থাকবে প্রতিনিয়ত | সাথে সচেতন মহল এও আশঙ্কা করছে যে, এমন যাতে না হয়– এই সাহসী কর্মকর্তাদের কোন অযাচিত কারণে বদলি করে দেয়া হয় | তাই সচেতন সমাজ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে যে , এই সকল সাহসী কর্মকর্তাদের যেন বদলি বা কোনরূপ নিরুৎসাহিত মুলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত করা না হয় বরং তাদেরকে এই সকল সাহসী কাজ করার জন্য সর্ব ভাবে সহযোগিতা, উৎসাহ ও সাহস প্রদান করা হয় |