স্টাফ রিপোর্টারঃ আসছে ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনে কেরানীগঞ্জ শাক্তা ইউনিয়ন এর ৫ নং সাবেক সফল শ্রেষ্ঠ মেম্বার মনির হোসেন আবারও জনগণের ভালবাসা নিয়ে মেম্বার প্রার্থী হতে চায়। এরইপ্রেক্ষিতে শত প্রতিকূলতা উপেক্ষা করেও তিনি নিরন্তর মানুষকে ভালবেসে অসহায় নিপীড়িত জনগণের সেবা দিচ্ছেন।
এদিকে, অত্র এলাকার বেশ কিছু জনতা জানান, মনির ভাই আমাদের নয়নের মনি। তিনার মত সহজ সরল মানুষ এ যুগে পাওয়া সত্যিই দূঃস্কর। তাই আগামীর মেম্বার হিসেবে আমাদের মনির ভাইকেই আমরা চাই। কারণ, তিনি পরিক্ষিত মানুষ। কোন ভূমিদস্যু বা দূর্নীতিবাজ মানুষকে আমরা আমাদের জনপ্রতিনিধি বানাবো না।