চিকিৎসা প্রতিবেদনক
বাংলাদেশের ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসক সঞ্জীত চক্রবর্তী |
যিনি দীর্ঘদিন থেকে বাংলাদেশে ফিজিওথেরাপির উপর চিকিৎসা দিয়ে আসছেন বাংলাদেশসহ বিদেশ থেকে আগত রোগীদের | এই প্রথিতযশা চিকিৎসক বাংলাদেশ ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত ও অগ্র পথিক |
শিক্ষাজীবন থেকেই এই মহৎ ব্যক্তিত্ব অত্যন্ত সাংগঠনিক ও মানুষের সঙ্গে মিশুকে স্বভাবের | তাই তাঁর স্বভাবসুলভ ভদ্রতা ও দক্ষতা তাঁকে দ্রুত সফলতার দিকে এগিয়ে নিয়ে গেছে | বর্তমানে তিনি ঢাকার আদাবর রিং রোডে অবস্থিত এসপি হাসপাতালে চেয়ারম্যান ও বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন | এছাড়া চিকিৎসা বিষয় দেশকে সমৃদ্ধ করতে তিনি একটি মেডিকেল কলেজ স্থাপন করেছেন |
এদিকে তিনি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতিও বটে | সব মিলিয়ে বাংলাদেশের চিকিৎসা জগতে তাঁর অবদান অনস্বীকার্য |