নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা উত্তরের ১২ নং ওয়ার্ড দক্ষিন বিশিলের আলোচিত শীর্ষ সন্তসী,চাদাবাজ নেতা শামীম ওরফে কালা শামীম গতকাল রাত ৮.৩০ মিঃ এ ৭ নং রোড থেকে গ্রেফতার করে দারুস সালাম থানা পুলিশ । একটি মারামারী মামলায় গ্রেফতার করা হয়।
এছাড়াও কালা শামীমের নামে সাংবাদিকের উপর হামলা,দোকান ভাংচুর, টাকা লুট সহ, সাংবাদিকের উপর হামলা করে তাহার বাম হাত ভেঙ্গে ফেলায় বিজ্ঞ আদালতে পরপর (২) টি মামলা বর্তমানে পিবিআই তে তদন্নাধীন আছে। এছাড়াও সে বিগত সরকারের আমলে শীর্ষ সন্ত্রাসী হিসাবে মিরপুর আতংকের সৃস্টি করে। তাহার নামে একাধিক অভিযোগ সাভার মডেল থানায়ও রয়েছে।ভুমি দূস্য, বালুখেকো সহ যুবক কিশোরদের নিয়ে রয়েছে তার বিশাল বাহীনি। একাধিক অফিসও আছে তার।
তাকে নেওয়ার সময় পুলিশের একাধিক টিম কাজ করে, এসময় তার ছোট ভাই শাহীদ খান পুলিশের গাড়ীর সামনে থেকে দৌড়ে পালিয়ে যায়।। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ ছুটির দিন থাকায় তাকে বিঞ্জ আদালতের স্পেশাল কোর্টে প্রেরন করা হয়েছে ।
এদিকে, কালা শামীম গ্রেফতারে এলাকায় এখন স্বস্তি বিরাজ করছে।