নিউজ ডেস্ক:
আজ দুইবারের সফল কাউন্সিলর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর মিরপুর দারুস সালাম এলাকার সুপরিচিত মুখ রাজিয়া সুলতানা ইতির শুভ জন্মদিন| জন্মদিন উপলক্ষে স্বাধীন টিভি তাকে জানাচ্ছে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা ও শুভেচ্ছাসহ অভিনন্দন | তার এই জন্মদিনে স্বাধীন টিভি কর্তৃপক্ষ তার আগামীর প্রতিটি দিন উজ্জল সুন্দর সার্থক ও সফলতায় ভরপুর হোক জীবনের প্রতিটি দিন এমনই প্রত্যাশা | এছাড়াও তিনি যেন মানুষ ও মানবতার কল্যাণে কাজ করে যেতে পারেন , সুস্বাস্থ্যের সাথে এমনি কামনা- আজকের এই দিনে স্বাধীন টিভির পক্ষ থেকে|