স্টাফ রিপোর্টার:
আজ এসএসসি ৮৫ ব্যাচ বাংলাদেশ এর বসন্ত উৎসব পালন হচ্ছে | ঢাকার উত্তরায় কাচ্চি এক্সপ্রেসে’ এই বসন্ত উৎসব উদযাপিত করছেন এসএসসি ৮৫ ব্যাচ বাংলাদেশ এর সকল সদস্যরা | দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে তারা এ দিনটি পালন করছেন | “দৃঢ় হোক বন্ধুত্ব, সহযোগিতার বন্ধনে” এই প্রত্যয়কে সামনে রেখে আজ সবাই একসাথে মিলিত হয়েছেন |
এদিকে উপস্থিত এসএসসি ৮৫ ব্যাচ বাংলাদেশ এর সদস্যরা জানান, আমরা একে অপরের মাঝে ভালবাসা ও বন্ধুত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করতে আজ একসাথে সমবেত হয়েছি | আমরা আগামীতে বিভিন্নভাবে নিজেদের ভালোবাসাকে আরো মজবুত করতে বিভিন্ন ভাবে একে অপরের মাঝে যোগাযোগ রাখব এবং সুখে দু:খের সাথি হয় আগামীতে নিজেদের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ |