বিশেষ প্রতিনিধি
ইংরেজি নতুন বছরকে কেন্দ্র করে চলছে নানা উৎসব ও উন্মাদনা | নতুন আশা নতুন স্বপ্ন নতুন পরিকল্পনা নিয়ে প্রতিটি ব্যক্তি ও সেক্টর সাজাচ্ছে নতুনভাবে সবকিছুকে | এই নতুন বছর উপলক্ষে রাজধানীর মিরপুর এলাকায় ব্যবসায়ী মোহাম্মদ রফিক এক বার্তায় বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ শান্তি ও সমৃদ্ধি | আগামী বছরটি সবার জন্য শান্তির বার্তা নিয়ে আবির্ভূত হোক | তিনি আরো বলেন , আমরা সবাই নতুন বছরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর পথ নির্দেশনা অনুসারে জীবন যাপন করব এই হোক আমাদের ঐকান্তিক শপথ | মহান আল্লাহতা’লা আগামী বছরে আমাদের সবার সুস্বাস্থ্য ও সকল বালা-মুসিবত থেকে হেফাজত করুক -এই কামনা করছি |