স্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজানের রহমতের প্রায় ১০ দিন শেষ | বরকতের দশ দিন আসছে |
এই পবিত্র মাহে রমজান উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা শাক্তা ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী আরজু মিয়া বলেন, পবিত্র রমজান মুসলিম জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ| তাই আমাদেরকে এ মাসের পবিত্রতা রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব| এই রমজান মাস উপলক্ষে আমার শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের জানাচ্ছি আন্তরিক ভালোবাসা| সবার জীবন ভরে উঠুক সুখ শান্তি ও সমৃদ্ধিতে পবিত্র রমজানের উসিলায়|