স্টাফ রিপোর্টার:
নতুন বছর নতুন স্বপ্ন নিয়ে এসেছে ইংরেজি নববর্ষ | আর এই ইংরেজি নতুন বছরকে কেন্দ্র করে জনপ্রিয় মুখ নবনির্বাচিত শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার, শুভাঢ্যা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি , ঢাকা যুব মহিলা লীগের সম্মানিত সদস্য মিথিলা শেখ বলেন , নতুন বছর উপলক্ষে আমার প্রাণ প্রিয় এলাকাবাসীকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন | সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে তারা বিপুল ভোটে বিজয়ী করেছেন, তাই আমি আমার জনগণের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা | আমি যেন আগামীতে তাদের এই ভালবাসার প্রতিদান দিতে পারি -এই কামনা করছি মহান আল্লাহতায়ালার নিকটে | নতুন বছরে সকলের জীবন হোক সুন্দর ও শান্তিপূর্ণ –এমনই কামনা |